ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উদীচীর একুশ উদযাপন শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
উদীচীর একুশ উদযাপন শুক্রবার

ঢাকা: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উদীচী চত্বর (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) অমর একুশে উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত ‘রক্ত শপথে তোমায় স্মরণ করি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে থাকবে উদ্বোধনী সঙ্গীত। এরপর সংসদের সহ-সভাপতি নিবাস দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সভা শেষে দলীয় সঙ্গীত পরিবেশন করবেন উদীচী ঢাকা মহানগর সংসদসহ বিভিন্ন শাখার শিল্পীরা। এছাড়াও থাকবে দলীয় নৃত্য ও আবৃত্তি এবং মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটকটির শ্রুতিপাঠ পরিবেশন করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের নাটক বিভাগের শিল্পীরা।

আলোচনা সভায় অংশ নেবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উদীচী ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি কাজী মদিনা, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, ফেব্রুায়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।