ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রচারবিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ারের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ জাহাঙ্গীর কবীর বার্ধক্যজনিত কারণে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
রিন্টু আনোয়ারের পিতার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক বার্তায় তিনি বলেন, জাহাঙ্গীর কবীরের মৃত্যুর খবরে আমি দারুণভাবে মর্মাহত। তিনি শোকবার্তায় মরহুম জাহাঙ্গীর কবীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫