ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রিন্টু আনোয়ারের পিতার মৃত্যুতে এরশাদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
রিন্টু আনোয়ারের পিতার মৃত্যুতে এরশাদের শোক হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রচারবিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ারের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ জাহাঙ্গীর কবীর বার্ধক্যজনিত কারণে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

৩ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রিন্টু আনোয়ারের পিতার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন।

এক বার্তায় তিনি বলেন, জাহাঙ্গীর কবীরের মৃত্যুর খবরে আমি দারুণভাবে মর্মাহত। তিনি শোকবার্তায় মরহুম জাহাঙ্গীর কবীরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।