ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে নকল প্রসাধনী তৈরির কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
নাটোরে নকল প্রসাধনী তৈরির কারখানা সিলগালা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে ভারতীয় ব্র্যান্ডের প্রসাধনী ‘দুলহান তেল' তৈরির একটি নকল কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
এছাড়া, বিসিক এলাকায় অপর একটি কোম্পানি পরিদর্শন করে বৈধতার কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেয় আদালত।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান এসব আদেশ দেন।

পুলিশ জানায়, নাটোরের দত্তপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চুল কালো করার জন্য ব্যবহৃত ভারতীয় ব্রান্ডের নকল দুলহান তেল তৈরি করে আসছিলেন।  
 
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে, নকল তেল তৈরির সরঞ্জাম, ৪৫ বস্তা খালি বোতল, ২৪ কার্টন তেল এবং ৯টি গামলা ভর্তি কেমিক্যাল জব্দ করা হয়।  
 
পরে, নকল প্রসাধনী পণ্য তৈরির অভিযোগে কারাখানাটি সিলগালা করার পাশাপাশি কোম্পানির মালিক আব্দুর রাজ্জাককে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  
 
পরে, ভ্রাম্যমাণ আদালত বিসিক এলাকায় অবস্থিত শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শ্যাম আগরওয়ালার পেট্রো কসমেটিকস কোম্পানি পরিদর্শন করে একই ব্রান্ডের তেল ও তেল তৈরির সামগ্রী দেখে কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে, মালিক পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক তাদের কাগজ প্রদর্শনের সময় দিয়ে চলে যান।  
 
বিকেলে ইউএনও নায়িরুজ্জামান জানান, তারা যে কাগজপত্র দেখিয়েছে তা সন্তোষজনক নয়। মালিকপক্ষ ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদনের বিষয়টি জানালেও তার স্বপক্ষে সব কাগজ দেখাতে ব্যর্থ হয়েছেন। পুনরায় তাদের কাছে বিস্তারিত কাগজ চাওয়া হয়েছে। সব কিছু দেখে তারা অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  
 
এদিকে, কোম্পানির মালিক শ্যাম আগরওয়ালা জানান, আমরা বৈধভাবে ভারতীয় নন্দ কিশোর বিমশারিয়া কোম্পানির সঙ্গে যৌথভাবে দুলহান কেশ কালো তেল তৈরি করছি। তাৎক্ষণিক কাগজ দেখাতে না পারলেও পরে তা আদালতের কাছে পৌঁছান হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।