ঢাকা: বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ট্রেনে নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আবদুল গণি রোডে বাংলাদেশ রেলভবনের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে রেলের কোনো উন্নয়নই হয়নি। বর্তমানে রেলের যখন উন্নয়ন কাজ চলছে তখন খালেদার জিয়ার উস্কানিতে নাশকতা চালানো হচ্ছে।
খালেদাকে নাশকতার উস্কানিদাতা মন্তব্য করে তিনি বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কখনো ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যাওয়ার মাধ্যম নির্বাচন।
আর সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন পর্য্যন্ত খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে।
রেলসহ সারাদেশে ২০ দলীয় জোট যে ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে তার প্রতিবাদ জানাতে রাস্তায় মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
মানববন্ধন কর্মসূচিতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫
** খালেদাও বলবেন, বাবা ধরা পড়ে গেছি...