ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-জাপানের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বাংলাদেশ-জাপানের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

ঢাকা: বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও জাপানের ডেপুটি মিনিস্টার শিনসুকে সুগিয়ামা বৈঠকে দু’দেশের নেতৃত্ব দেন।

 
   
বৈঠকের পর জাপানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।

গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরকালে দ্বিপক্ষীয় এবং অন্যান্য ইস্যু নিয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত আলোচনার সিদ্ধান্ত হয়।

গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে আগামী চার-পাঁচ বছরে বাংলাদেশকে ৬শ’ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় জাপান। গঙ্গা বাঁধ প্রকল্প, বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল একটি রেল সেতু, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, ইস্টার্ন বাইপাস ও ঢাকার চারটি নদী পুনরুদ্ধার প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদের সঙ্গেও শিনসুকে সুগিয়ামার বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশ সময়:  ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।