ময়মনসিংহ: রেল ও বাসে অব্যাহত নাশকতা বন্ধের দাবিতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে মানববন্ধন করেছেন রেলের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবু তাহের, ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম, শ্রমিক নেতা শওকত উজ-জামান শাহীন, আজিজুল ইসলাম, টেলিকম ইঞ্জিনিয়ার জাকির হোসেনসহ রেলের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হরতাল অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পড়াশুনার সুযোগ দিতে হবে। তারা আগামী দিনের ভবিষ্যত। এ ভবিষ্যত প্রজন্ম নষ্ট হয়ে গেলে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না।
বক্তারা আরও বলেন, জাতীয় সম্পদ রেলে নাশকতা ঘটানো হচ্ছে। হরতাল-অবরোধ বন্ধ করে রেলকে বাঁচান, দেশকে বাঁচান।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫