ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রাম থেকে রাম চরণ রবিদাস (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে অতিরিক্ত মদ পানের ফলে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাম চরণ ওই এলাকার টুহাইন্যা রবিদাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ওই ব্যক্তি অতিরিক্ত চোলাই মদ পান করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ পানের ফলেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫