লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি রতনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলার চন্দ্রগঞ্জ থানার আমানিয়া এলাকার (নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা) একটি মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়ার আবদুল খালেকের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রতন জানান, দুপুরে মাঠে গুলিবিদ্ধ অর্ধগলিত মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, আট/১০ দিন আগে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা মৃতদেহ ওই মাঠে ফেলে রেখে গেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ডাকাত রতন লক্ষ্মীপুরের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫