ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে শিক্ষক হত্যাকাণ্ডের ২ আসামি অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
কুমারখালীতে শিক্ষক হত্যাকাণ্ডের ২ আসামি অস্ত্রসহ আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামের (৪৫) হত্যাকারী তারই ভাতিজা সোহাগ ও তার সহযোগী ইমনকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।
 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর আলী হায়দার প্রেস ব্রিফিংয়ে জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের পর ১২ দিন ধরে বিভিন্নভাবে অনুসন্ধান ও মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আটক করে র‌্যাব।



বুধবার বিকেলে কুমারখালী বাসস্ট্যান্ড থেকে প্রথমে রাজবাড়ী জেলার কালুখালী থানার তফাদিয়া গ্রামের আলোক দেওয়ানের ছেলে ইমন দেওয়ানকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডের মূল হোতা নিহতের ভাতিজা কুমারখালীর দয়ারামপুর গ্রামের মুন্সী রেজাউল করিমের ছেলে মুন্সী সোহাগকে আটক করা হয়। পরে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহাগ র‌্যাবের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানিয়েছেন, তার নিঃসন্তান চাচা মুন্সী রশিদুলের ইটভাটাসহ সম্পত্তি ভোগ দখলের জন্য পরিকল্পিতভাবে কয়েকজনের সহযোগীতায় তাকে গুলি করে হত্যা করেন তিনি।
 
এসময় র‌্যাব ক্যাম্পে নিহতের স্ত্রী শামীমা আক্তার লিটা ও জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রূনা পারভীন উপস্থিত ছিলেন।

২৪ জানুয়ারি দিনগত রাত দেড়টার সময় কুমারখালীর দয়ারামপুর গ্রামে নিজ বাড়িতে ঢোকার সময় বাড়ির সামনেই আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পর পর দু’টি গুলি করে মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউলকে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।