ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের লিচু তলায় এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. শাদাত উল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
ঢাকাসহ বাংলাদেশের নানা অঞ্চলের ভিন্ন আকৃতি এবং স্বাদের ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠন এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫