ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইরাকি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে  ইরাকি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত শাকির কাসিম মাহদী।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ ও ইরাকের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তিনি।

রাষ্ট্রদূত শাকির ইরাকে শুরু হওয়া বিশাল উন্নয়ন কর্মযজ্ঞে বাংলাদেশি শ্রমিকরা অগ্রাধিকার পাবে বলে পররাষ্ট্র মন্ত্রীকে জানান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।