ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত শাকির কাসিম মাহদী।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ ও ইরাকের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তিনি।
রাষ্ট্রদূত শাকির ইরাকে শুরু হওয়া বিশাল উন্নয়ন কর্মযজ্ঞে বাংলাদেশি শ্রমিকরা অগ্রাধিকার পাবে বলে পররাষ্ট্র মন্ত্রীকে জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫