ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মাদকবিরোধী র‌্যালি-কর্মশালা

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
আখাউড়ায় মাদকবিরোধী র‌্যালি-কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী র‌্যালি ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের সহায়তায় আখাউড়া উপজেলা প্রশাসন র‌্যালি ও কর্মশালার আয়োজন করে।



বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মাদকবিরোধী র‌্যালিটি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।