ঢাকা: প্রতিবছরের মতো এবারও শিশুদের হাতেখড়ি উৎসব উদযাপিত হতে যাচ্ছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এ উৎসব উদযাপিত হবে।
এবার উৎসবে গুরু হিসেবে শিশুদের হাতেখড়ি দেবেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, নাট্যজন ফেরদৌসী মজুমদার, চিত্রশিল্পী রফিকুন নবী (রনবী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাতেখড়ি পর্ষদের সভাপতি কামাল লোহানী।
উৎসব উপলক্ষে শিশু সমাবেশসহ শিশুদের পরিবেশনায় আবৃত্তি, সংগীত ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে কেন্দ্রীয় খেলাঘর আসর, গীতিমায়া, নটরাজ, অর্চনাসহ বিভিন্ন শিশু সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করবে। এছাড়া উৎসবে শিশুদের জন্য উপহার হিসেবে থাকছে সীতানাথ বসাক প্রণীত ‘আদর্শ লিপি’ বই।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫