ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেরোবিতে নীল দলের মানববন্ধন পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বেরোবিতে নীল দলের মানববন্ধন পণ্ড

রংপুর: ভিসি বিরোধীদের হামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নীল দলের মানববন্ধন পণ্ড হয়ে গেছে। এজন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।



নীল দলের সভাপতি আপেল মাহামুদ ও সদস্য ড. তুহিন ওয়াদুদ জানায়, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে একাডেমি ভবন-৩ এর সামনে শিক্ষক ও সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন শুরু হয়। সেখানে ভিসি বিরোধী শিক্ষক তাবিউর রহমানের নির্দেশে কিছু ছাত্র তাদের মানববন্ধন করতে নিষেধ করে। তারা মানববন্ধন চালিয়ে গেলে একপর্যায়ে ব্যানার কেড়ে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে ওই ছাত্ররা।

অভিযোগ অস্বীকার করে তাবিউর রহমান জানান, আমি তাদের বাঁচিয়েছি, আমি না থাকলে অন্যরকম ঘটনা ঘটত।
 
অপরদিকে ভিসি বিরোধী শিক্ষক, কর্মকর্তা, কমচারী ও ছাত্র-ছাত্রীদের একাংশ বৃহস্পতিবার দুপুর থেকে ভিসির বাবভবনের সামনে অবস্থান নিয়ে আদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।