ঢাকা: সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন ও শক্তিশালীকরণে সমগ্র বিশ্বে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার লন্ডনে ‘হিউম্যান রাইটস ইন দি মর্ডান ডে কমনওয়েলথ: ম্যাগনাকাটা টু কমনওয়েলথ চার্টার‘ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনের প্রথম সেশনে তিনি এ আহ্বান করেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শিরীন শারমিন চৌধুরী বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাস, দারিদ্র বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে সিপিএ কাজ করে চলেছে।
সম্মেলনে সংসদ সদস্য স্যার এডওয়ার্ড গার্নিয়ার, সংসদ সদস্য রাইট অনার স্যার ম্যালকম ব্রুস বক্তব্য রাখেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ), ইউকে আয়োজিত এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের স্পিকার ও ডেপুটি স্পিকারগণ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে সংসদ সদস্য ইমরান আহমেদ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫