ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব জয়ন্তী মহোৎসব উপলক্ষে মাছুদিঘীর পাড় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখা।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন নরেন্দ্র দে মনার ও পরিচালনা করেন প্রকৌশলী দেবদাস রায়। এসময় প্রধান অতিথি হিসেবে ভারত থেকে আসা পাঠক সম্রাট প্রভুপদ নিত্য গোপাল গোস্বামী, সম্মানিত অতিথি হিসেবে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র অ্যাডভোকেট সালেহ আহমদ, বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলর শান্তুানু দত্ত সন্তু, , ডা.রবীন্দ্র নাথ দাস কানু, মহিলা কাউন্সিলর দিপারাণী দে বাবলী প্রমুখ বক্তব্য রাখেন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।