ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ২১ যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ২১ যুবক

বেনাপোল(যশোর): ৪ থেকে ৭ বছর কারাভোগ শেষে বাংলাদেশি ২১ যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তারা দেশে ফিরে আসেন।



ফেরত আসা যুবকরা হলেন- লিটন(৩০), ইমরান মিয়া(৩২), লুৎফর রহমান(৩৫), বদরুল হক(৪০), আমজাদ হোসেন(২৮), একলাস মিয়া(৩১), সাইফুল ইসলাম(৩৩), মামুন হালদার(৩৪), আব্দুল কালাম(৩৮), মুকতার(৩৯), বশির আহম্মেদ(৪০), জহির আলম(৩৮), নজরুল ইসলাম(৩৭), হেমায়েত উল্লাহ(৩৫), আশিক মিয়া(৩৬), আলি হায়দার(৩৫), আমীর হোসেন(৪০), সাইদুল ইসলাম(৩২) আবু সাইদ(৪০), দুলু মিয়া(৩৭) ও আকলুস হোসেন(৩৫)।

এদের বাড়ি সুনামগঞ্জ,কুমিল্লা, শ্রীপুর, টাংগাইল ও নোয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান  বাংলানিউজকে জানান, ফেরত আসা যুবকরা ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের কাশ্মিরে যায়। পরবর্তীতে সেখানে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে এলে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সেখানে ৪ বছর থেকে শুরু করে ৭ বছর ৩ মাস পর্যন্ত কারাভোগের মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে আসেন।

বিকেল ৩টায় ফেরত আসা যুবকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।