গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে ট্রাকের চাপায় আশিকুর রহমান সরকার (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শিল্পী ভোজনালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আশিকুর রহমান উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর সরকার পাড়ার জাহিদুল ইসলাম সরকারের ছেলে। সে পলাশবাড়ী এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলে করে উপজেলা সদরের নুনিয়াগাড়ী গ্রামে কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল আশিকুর। পথে ওই খাবার হোটেলের সামনে পৌঁছুলে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫