ঢাকা: হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দেশব্যাপী অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বায়তুল মুকাররম মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে দেশে শান্তি ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হরতাল-অবরোধ আহ্বানকারী দল ও জোটের প্রতি ধ্বংসাত্মক কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুহাম্মদ তাহের হোসেন, আব্দুল হাই মোল্যা, মুফতি সারোয়ার, আব্দুল মুবিন, সুলতানা পারসিয়া লুসি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫