সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধের সমর্থনে পেট্রোল বোমা নিক্ষেপ করে সিলেটের মোগলাবাজারে ট্রাক ও লামাবাজারে হিউম্যান হলার পোড়ানোর ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে এর চালকরা।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে নগর পুলিশের কোতোয়ালী ও মোগলাবাজার থানায় মামলা দু’টি করা হয়।
মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন বাংলানিউজকে জানান, মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ট্রাকটির চালক রিপন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, নগরীর লামাবাজারে লেগুনায় পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় গাড়ি চালক জাবেদ আহমদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করেছেন তিনি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ট্রাকে আগুন ধরে গেলে চালক ও হেলপার লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন।
এছাড়া, একই দিন রাত পৌনে ১০টার দিকে নগরীর লামাবাজার এলাকায় ২/৩টি মোটরসাইকেলে ৬/৭ জন দুর্বৃত্ত হিউম্যান হলারের (লেগুনা) গতিরোধ করে চালককে নামিয়ে গাড়ির ভেতর পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫