ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বরগুনায় ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: র‌্যালি আলোচনা সভা ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

সমন্বিত কৃষি উৎপাদনশীলতা প্রকল্প ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল কৃষি সহায়ক প্রকল্পের উদ্যোগে এ মেলার আয়োজন করেছে কৃষি বিভাগ।



বৃহস্পতিবার(৫ ফেব্রয়ারি) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে বরগুনা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এরপর ফানুস উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মাদ ভূইঁয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার হালদার, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. রশিদ, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ, সেচ্ছাসেবকলীগ সভাপতি কে.এম আ. রশিদ, কৃষকলীগের আহ্বায়ক আজিজুল হক স্বপন, কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

মেলায় কৃষি বিভাগসহ ব্যক্তি পর্যায়ে প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।