ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোল বোমা বানাতে গিয়ে যুবক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পেট্রোল বোমা বানাতে গিয়ে যুবক দগ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় পেট্রোল বোমা বানাতে গিয়ে কাজল (২৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উত্তরবাড্ডার সাঁতারপুল এলাকায় এ ঘটনা ঘটে।



সংবাদ পেয়ে র‌্যাব-১ তাকে আটক করে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে।

দগ্ধ কাজলের শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক জানান।

র‌্যাব-১ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) সিকদার আবদুস সালাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার স্বীকারোক্তি অনুযায়ী আরও ‍অভিযান চলছে।    

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।