রাজশাহী: ‘পুড়ছে মানুষ, কাঁদছে দেশ রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগানে দেশব্যাপী অবরোধ ও হরতালের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যুবলীগের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মীর ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘অবরোধ ও হরতালের নামে জামায়াত-বিএনপি বাস-ট্রাকে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। সম্পদ নষ্ট করছে। তাই মানুষ তাদের বর্জন করেছে। ’
অবিলম্বে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না করা হলে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই জামায়াত-বিএনপিকে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫