ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পেট্রোলবোমার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
শ্রীপুরে পেট্রোলবোমার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর: চলন্ত ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে  শ্রীপুরে  শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।



শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা কলেজ সংলগ্ন শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এবং শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপজেলা পরিষদের সামনে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ভজন চন্দ্র পাল, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মাহফিজুর রহমান দুলাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরাসত উজ্জামান চৌধুরী, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মিঞা, অধ্যাপক অমল কুমার এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।