ঢাকা: সন্ত্রাস, নাশকতা, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এসব মানববন্ধনে অংশ নেয়।
বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত...
বাগেরহাট: দুপুর সাড়ে ১২টার দিকে মংলা বন্দর কর্তৃপক্ষের জেটির প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বন্দর ব্যবহারকারী, শ্রমিক-কর্মচারী ও ব্যবসায়ীরা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে।
এ সময় বক্তব্য রাখেন- মংলা বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার ও বন্দর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কাজী আব্দুর সালাম, সিবিএ সভাপতি সাইফ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বন্দরের সহকারী ট্রাফিক মোস্তফা কামাল, গণসংযোগ কর্মকর্তা মাকরুর জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- টানা অবরোধ-হরতালের ফলে মংলা সমুদ্র বন্দর দিয়ে পণ্য পরিবহন ও আমদানি-রফতানি মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। ক্ষতির মুখে পড়ছে ব্যবসা-বাণিজ্য ও কোটি কোটি টাকার বিনিয়োগ। বেকার হয়ে পড়ছেন বন্দরের শ্রমিক কর্মচারী।
বরিশাল: বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পারন করে বরিশাল জেলা ও মহানগর ছাত্রমৈত্রী।
অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারা, সহিংসতা সৃষ্টি কোমলমতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, সারাদেশের সঙ্গে একযোগে বাঁশি বাজিয়ে সহিংসতার বিরুদ্ধে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপ, জেলা সড়ক পরিবহন শ্রমিক, বরিশাল জেলা ট্রাক মালিক সমিতি ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিরসরাই (চট্টগ্রাম): হরতাল-অবরোধ, নাশকতামুক্ত এসএসসি পরীক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে পাওয়ার দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ের করেরহাট বাজারে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
এদিকে, দুপুর ১২টার দিকে করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ে একই দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন বিভিন্ন স্কুল পরিচালনা পরিষদ, সুশীল সমাজের নেতা ও শিক্ষার্থীদের অভিবাবকরা।
মৌলভীবাজার: সকাল ১১টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকশ’ শিক্ষার্থী।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। এ সময় বক্তব্য রাখে- নোওরিন সুলতানা, সুমাইয়া জাকির, অহনা বনিক, প্রনজিদ চাকলা দাস, ফারজানা ইসলাম প্রমুখ।
পাথরঘাটা (বরগুনা): অবরোধ ও হরতালের প্রতিবাদে বরগুনার পাথরঘাটার পৌর শহরের রাসেল স্কয়ারে বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহরাব, ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম রাসেল, উপজেলা তরুণ লীগের সভাপতি বায়েজিদ মোর্শেদ রাকিব প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় পরিবহন শ্রমিকলীগ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন পরিবহন শ্রমিকলীগের সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, পরিবহন শ্রমিকলীগ নেতা ফারুক মিয়া, পনির হোসেন, মামুন মিয়া, আনোয়ার হোসেন, ইমরান হোসেন প্রমুখ।
সাতক্ষীরা: অবরোধ প্রত্যাহারের দাবিতে দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এসময় বক্তব্য রাখেন- রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিন, পল্টু বাসার, জাহানারা বেগম, নার্গিস সুলতানা, নাদিরা সুলতানা, রুপ কুমার মন্ডল, শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন, মুনিয়া খাতুন, সাদাত আলী, ইমরান হোসেন প্রমুখ।
জয়পুরহাট: সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে দুপুর ১২টার দিকে জয়পুরহাট শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাটের ২৫টি সংগঠন।
শহরের পাঁচুর মোড় থেকে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর পর্যন্ত প্রধান সড়কের ধারে এ কর্মসূচি পালিত হয়।
একই দাবিতে জয়পুরহাট রেলওয়ে কর্মচারীরা স্টেশন চত্বরে মাননবন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে অবরোধ প্রত্যাহার এবং সন্ত্রাস-নাশকতা বন্ধের দাবি জানানো হয়।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে হরতাল, অবরোধ প্রত্যাহার এবং সন্ত্রাস, নাশকতার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫