ঢাকা: রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের নিখোঁজ ভাইস-চেয়ারম্যান আব্দুল বাসেত মারজানসহ ৪ জনের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে আব্দুল বাসেত, আল-আমিন ও তার স্ত্রী বিউটি বেগম এবং মৌসুমী বেগমের নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে তাদের সন্ধানের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
১লা ফেব্রুয়ারি থেকে আব্দুল বাসেত এবং ১৪ জানুয়ারি থেকে বাকি তিনজন নিখোঁজ রয়েছেন বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুল বাসেতের স্ত্রী রোকাইয়া খানম লুকি, মেয়ে ইসমাত ওয়ারা সাবিহা ও ছেলে হাসিম কাজমী।
এসময় আরো উপস্থিত ছিলেন, আল-আমিনের বাবা শাহজাহান আলী, ছেলে রাইয়ান ও ছোট ভাইয়ের স্ত্রী আইরন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫,২০১৫