ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমিটিতেই বাতিল সরকারের বিপক্ষে ভোট দেওয়ার বিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
কমিটিতেই বাতিল সরকারের বিপক্ষে ভোট দেওয়ার বিল

ঢাকা: সংসদকে অধিকতর কার্যকর ও গ্রহণযোগ্য করতে সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৪ বিবেচনার জন্য কমিটিতে দিয়েছিলন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী। আনীত বিলে সরকারের সিদ্ধান্তের বিপক্ষে দলীয় এমপিদের ভোট দেওয়ার ক্ষমতা রাখা হয়েছিল।

বিলটি কোনোরকমে আলোচনা করে কমিটিতেই বাতিল করা হয়েছে।
 
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে বিলটি বাতিল করা হয়।
 
বিলটি সম্পর্কে মো. রুস্তম আলী ফরাজী বাংলানিউজকে বলেন, আমি বিলটি এনেছিলাম যেন সংসদ আরও বেশি কার্যকর ও গতিশীল হয়। কিন্তু কমিটির কেউ বিষয়টি বুঝতেই চেষ্টা করলো না। আমি সংশোধনী দিয়েছিলাম যে ‘সরকার গঠন’, ‘বাজেট’ এবং ‘নো কনফিডেন্ট’ এ তিনটি ছাড়া বাকি সব সিদ্ধান্তের বিপক্ষে সরকার দলীয় এমপিরা ভোট দিতে পারবেন।
 
তিনি বলেন, এটা করা হলে সংসদের গ্রহণযোগ্যতা আরও বাড়তো। সংসদের জবাবদিহিতা অনেক গুণ বেড়ে যেতো। বিলটি বিবেচনা করা হলে, সংসদ হতো সকল আলোচনার কেন্দ্রবিন্দু। সংবিধান (সপ্তদশ সংশোধন) কমিটি বিবেচনা না করায় আমি আশাহত হয়েছি।
 
এদিকে বিলটি গ্রহণের কোনো যৌক্তিকতা নেই বলে বাংলানিউজকে জানিয়েছেন কমিটির সভাপতি মো. জিল্লুল হাকিম।
 
তিনি বলেন, রুস্তম আলী ফরাজী যে বিল এনেছেন তাতে নতুন কিছু নেই। এসব বর্তমানে সংবিধানের মধ্যেই নিহিত রয়েছে। তাই আমরা সর্বসম্মতভাবে মনে করেছি বিলটির কোনো গ্রহণযোগ্যতা নেই। তারপরেও রুস্তম আলী ফরাজী দাবি করেছেন কিছু কিছু বিষয় সংশোধন হওয়া দরকার। কিন্তু আমরা তা মনে করি না। কেননা এখনো আমরা একে অপরের বিপক্ষে মত দিয়ে থাকি। দলীয় আদর্শিক ক্ষেত্রে এটা একদমই দরকার নেই।
 
তিনি আরও বলেন, রুস্তম আলী ফরাজী আরো একটি বিল উত্থাপন করেছেন। সর্বোচ্চ আদালতসহ সব ক্ষেত্রে বাংলাভাষা নিশ্চিত করার জন্য। আমরা কমিটির পক্ষ থেকে বিলটি বিবেচনা করে পাসের জন্য পাঠাতে পারি। কেননা এটা সবার জন্যই প্রয়োজন। তাই কমিটি বিলটি অধিকতর যাচাই-বাছাই করবে বিলটি। এজন্য রুস্তম আলী ফরাজীকে বিলটি পরিমার্জিত করে আনতে বলা হয়েছে।
 
কমিটির সভাপতি মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য নূর-ই-আলম চৌধুরী, বি এম মোজাম্মেল হক, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, মিয়া মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, সানজিদা খানম। এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ- সদস্য মো. রুস্তুম আলী ফরাজী বৈঠকে যোগ দেন।
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।