ঢাকা: ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের দায়ের করা মানহানি মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ মার্চ দিন পুননির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী চার্জ শুনানি পিছিয়ে আগামী ৯ মার্চ দিন পুননির্ধারণ করেন।
মামলার অপর আসামিরা হলেন, আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসিরউদ্দিন শোয়েব ও পত্রিকার প্রকাশক হাসমত আলী।
২০১২ সালের ৫ জানুয়ারি আমার দেশ পত্রিকায় ‘সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের সন্ত্রাসে অতিষ্ঠ মিরপুরবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এমপি কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে জুয়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখল বাণিজ্য ওপেন সিক্রেট। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বেপরোয়া হয়ে ওঠেন বাবা-ছেলে। বাবা-ছেলের দোর্দণ্ড প্রতাপে রাজধানীর মিরপুর এলাকার মানুষ জিম্মি। ’
মামলায় কামাল আহমেদ মজুমদার দাবি করেন, পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা ও মানহানিকর। এ সংবাদ প্রকাশে দেশে ও বিদেশে তার সম্মানহানি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫