ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানহানি মামলা

মাহমুদুর রহমানের চার্জ শুনানি পিছিয়ে ৯ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মাহমুদুর রহমানের চার্জ শুনানি পিছিয়ে ৯ মার্চ মাহমুদুর রহমান

ঢাকা: ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের দায়ের করা মানহানি মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ মার্চ দিন পুননির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল।

মামলার প্রধান আসামি মাহমুদুর রহমান অন্য মামলায় কারাগারে আটক আছেন। হরতালে নিরাপত্তাজনিত কারণে তাকে আদালতে হাজির করা হয়নি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী চার্জ শুনানি পিছিয়ে আগামী ৯ মার্চ দিন পুননির্ধারণ করেন।

মামলার অপর আসামিরা হলেন, আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসিরউদ্দিন শোয়েব ও পত্রিকার প্রকাশক হাসমত আলী।

২০১২ সালের ৫ জানুয়ারি আমার দেশ পত্রিকায় ‘সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের সন্ত্রাসে অতিষ্ঠ মিরপুরবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এমপি কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে জুয়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখল বাণিজ্য ওপেন সিক্রেট। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বেপরোয়া হয়ে ওঠেন বাবা-ছেলে। বাবা-ছেলের দোর্দণ্ড প্রতাপে রাজধানীর মিরপুর এলাকার মানুষ জিম্মি। ’

মামলায় কামাল আহমেদ মজুমদার দাবি করেন, পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা ও মানহানিকর। এ সংবাদ প্রকাশে দেশে ও বিদেশে তার সম্মানহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।