ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশিদের পার্বত্য জেলা ভ্রমণে অনুমতি নিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বিদেশিদের পার্বত্য জেলা ভ্রমণে অনুমতি নিতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: তিন পার্বত্য জেলা ভ্রমণ করতে হলে বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা ভ্রমণ করতে পারবেন না।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাজের দক্ষতা বাড়াতে জেলার বিভিন্ন সরকারি অফিসের ২৭০জন কর্মকর্তাকে ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এতোদিন শুধুমাত্র জেলা প্রশাসকের অনুমতি নিয়েই বিদেশি নাগরিকরা তিন পার্বত্য জেলায় ভ্রমণ করতে পারতো। কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক তিন পার্বত্য জেলা প্রবেশ করতে পারবে না।

এ সময় বান্দরবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, জেলা আনসার বাহিনীর কমান্ডিং অফিসার মোহাম্মদ ইব্রাহিম, সিভিল সার্জন অনক দেওয়ানসহ বিভিন্ন সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর জেলা প্রশাসন ব্যবস্থা নিবে। তবে কূটনৈতিকদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না বলে জানা যায়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়, বিদেশি নাগরিকরা পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে গিয়ে সরাসরি আদিবাসী নেতাদের সঙ্গে যোগযোগ করে থাকে। ফলে বিষয়টি নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের অগোচরেই থেকে যায়। অনেক বিদেশি নাগরিক পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে গিয়ে অভ্যন্তরীণ বিষয়ে সমস্যা সৃষ্টি করছে। এ কারণে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে এ শর্তারোপ করা হয়েছে।

অন্যদিকে বান্দরবানের বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা জানান, সরকারের এ শর্তারোপের ফলে বিদেশি নাগরিকরা পার্বত্যাঞ্চল ভ্রমণে নিরুৎসাহিত হতে পারে।
 
প্রতিবছর বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও অসংখ্য বিদেশি পর্যটক পার্বত্য তিন জেলা বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ভ্রমণ করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।