ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ৩ ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ৩ ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বনানীতে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী রাসেল সরকার বাংলানিউজকে জানান, হঠাৎ করে কে বা কারা পরপর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে করে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনেকে বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তল্লাশি শুরু করে।

বনানী থানার কর্তব্যরত অফিসার এসআই ফরিদা পারভিন বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত কেউ এ ধরনের ঘটনা জানায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।