ঢাকা: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে গিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ডেপুটি স্পিকার সাজেদা চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় ডেপুটি স্পিকার সাজেদা চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তার আশু অরোগ্য কামনা করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংসদ লবিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাজেদা চৌধুরীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫