ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে চালক-হেলপারকে নামিয়ে ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পলাশবাড়ীতে চালক-হেলপারকে নামিয়ে ট্রাকে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে চালক ও হেলপারকে নামিয়ে ট্রাকে আগুন দিয়েছে অবরোধ-হরতালকারীরা।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের কাতুলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিয়াবাড়ী থেকে লাকড়ি (খড়ি) নিয়ে একটি ট্রাক পলাশবাড়ীতে যাচ্ছিল। পথে কাতুলী মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি (বগুড়া-ড-১১-০৬৯৪) থামিয়ে চালক-হেলপারকে নামিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় জামায়াত-বিএনপি কর্মীরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়েছে। নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।