বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার পাগলা পীর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দোলোয়ার হোসেন কাহালু উপজেলার বীরকেদার যোগারপাড়া গ্রামের মৃত শরাফাত আলীর ছেলে।
কাহালু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সরকার বাংলানিউজকে জানান, একটি খালি অটোরিকশা বগুড়ার দিকে যাচ্ছিল।
অটোরিকশাটি পাগলা পীর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো রিকশা চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত অটো রিকশা ও ভটভটিকে থানায় জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫