ঢাকা: বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে যাবে। সময়ের সাথে এ দুই দেশের সম্পর্কেরও আরও উন্নতি হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব শহিদুল হকের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে উন্নয়ন সহযোগী ও অংশীদার। শিক্ষা, স্বাস্থ্য, জঙ্গিবাদ দমন, ব্যবসা-বিনিয়োগের মতো এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে এ দুই দেশ এক হয়ে কাজ করতে পারে। আর এ জন্য চাই আরও বেশি সম্পর্ক উন্নয়ন।
নতুন মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের সঙ্গে আরও গভীরভাবে কাজ করবেন বলেও জানান।
বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসার পর তার নতুন কাজ বা দায়িত্ব সম্পর্কে অতি সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ বা মতবিনিময় করবেন বলেও জানিয়েছেন মার্সিয়া।
এ সময় পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, এটা আমাদের প্রথম আলাপ ছিল। দুই দেশের বিভিন্ন উন্নয়ন স্বার্থ সংশ্লিষ্ট দিক নিয়ে আলোচনা হয়েছে।
শহিদুল হক বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্র ভালো সম্পর্ক। এ বিষয়টিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন মার্কিন এ রাষ্ট্রদূত। সন্ধ্যা থেকে প্রায় ৪০ মিনিট চলে এ বৈঠকটি।
এরআগে, বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নিজের পরিচয়পত্র পেশ করেন বার্নিকাট। এসময় তিনি রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, বার্নিকাট ২৫ জানুয়ারি ঢাকায় পৌঁছেছেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ভারতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোতে কাজ করার সময় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫