নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় ওর্য়াড আওয়ামী লীগের সম্মেলনে সদস্য সংগ্রহকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহতে হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পাথাইরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত আব্দুর রশিদ, নুরুল ইসলাম, হান্নান মিয়া, আরশ মিয়া, গিয়াস উদ্দিন ও আকরামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৯নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি চলছে। সম্মেলনে সদস্য সংগ্রহকে কেন্দ্র করে পাথাইরকোনা গ্রামের ওয়ার্ড সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ও গিয়াস উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
এর জের ধরে দুপুরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫