ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার গজারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় খোকন (৩০) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকায় একটি দ্রুতগামী বাসকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত খোকন নগরকান্দা উপজেলার সাবু মোল্যার ছেলে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, শহরতলীর গজারিয়া থেকে গাছ বোঝাই করে চরভদ্রাসনের হাজীগঞ্জ বাজারে যাবার পথে একটি দ্রুতগামী বাসের মুখোমুখি হয় নসিমনটি। এসময় বাসটিকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিতহ হন খোকন।
নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫