ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় আরও এক শিশু নিপা ভাইরাসে আক্রান্ত, রমেকে ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মান্দায় আরও এক শিশু নিপা ভাইরাসে আক্রান্ত, রমেকে ভর্তি

নওগাঁ: নওগাঁর মান্দায় সবুজ হোসেন (১২) নামে আরও এক শিশু নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

আক্রান্ত শিশু সবুজ মান্দা উপজেলার চকমনসুখ গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বাংলানিউজরে কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৮ জানুয়ারি) সকালে খেজুর গাছের কাঁচা রস পান করে অসুস্থ হয় সবুজ। পরে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জানান। এরপর বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিভিল সার্জন আরও জানান, সবুজের শারিরীক পরিস্থিতি ও লক্ষণ পর্যবেক্ষণ করে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি ধারণা করা হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার লালা ও রক্ত গ্রহণ করে ঢাকার রোগ তত্ত্ব, নির্ণয় ও গবেষণা ইনস্ট্রিটিউটে পাঠানো হবে।

এর আগে গেল সপ্তাহে (২২ থেকে ৩০ জানুয়ারি) খেজুরের কাঁচা রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয় মান্দা উপজেলার ভালাইন গ্রামের শিশু আপেল মাহমুদ (১১) কাউসার (১৩) ও বালু বাজার গ্রামের যুবক হাফিজুল ইসলাম (২৫)।

এক সপ্তাহের মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।