বরিশাল: বরিশাল বিভাগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৬০ ঘণ্টার হরতাল হচ্ছে না।
বরিশাল বিএনপির একাংশ দাবি করেছে কে বা কারা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মিডিয়া কর্মীদের কাছে পাঠিয়েছে।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বাংলানিউজকে জানান, বেশ কয়েকদিন আগে হরতাল নিয়ে এ রকম একটি আলোচনা হয়েছিল। তবে সেটি নির্ধারণ করা হয়নি।
কিন্তু কে বা কারা এই সংবাদ বিজ্ঞপ্তিটি দিয়েছে সে বিষয়ে বুঝতে পারছি না। এটি সম্পূর্ণ ভুয়া বলে জানান তিনি।
তিনি আরো বলেন, কেন্দ্র ঘোষিত অবরোধ-হরতাল কর্মসূচি পালন করাই এখন মূল লক্ষ্য। এর বাইরে এখন কোনো কর্মসূচি নেই।
মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক বাংলানিউজকে জানান, শুক্র-রোববার হরতালের বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না। এমনকি এ বিষেয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বাংলানিউজকে জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত কোনো হরতালের খবর তার জানা নেই।
এদিকে, মজিবুর রহমান সরোয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে বরিশাল বিভাগে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়ে ২০ দলীয় জোটের পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ২০ দলীয় জোটের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে অমানবিকভাবে গ্যাস, টেলিফোন সংযোগসহ সব প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা, তার নামে মিথ্যা হত্যা মামলা, দেশব্যাপী গণগ্রেফতার, গুম ও হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল বিভাগে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫