ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নগরকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পুড়াদিয়া মাঝিকান্দা গ্রামে পুকুরে ডুবে রহমাতুল্লাহ্ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।



মৃত রহমাতুল্লাহ মাঝিকান্দা গ্রামের ওবায়দুরের ছেলে।  

জানা যায়, দুপুর থেকে রহমাতুল্লাহকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। অনেক খোঁজা-খুঁজির পর বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।

পরে রহমাতুল্লাহ্কে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।