ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় হারুন-উর-রশিদ (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় অপর ২ মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হারুন-উর-রশিদ জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ইমান আলী’র ছেলে।

আহত অপর ২ মোটরসাইকেল আরোহী হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি এলাকার কমির উদ্দীনের ছেলে দুলাল হোসেন (৩৫) ও একই উপজেলার পৌরসভা এলাকার ইসলামবাগ গ্রামের মফিজার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই ৩ মোটরসাইকেল আরোহী তেঁতুলিয়া থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এসময় অমরখানা এলাকায় একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাইড পোস্টের (রাস্তার পাশের পিলার) সঙ্গে ধাক্কা খেয়ে ৩ জনই ছিটকে পড়ে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহাবুবুল আলম হারুন-উর-রশিদকে মৃত ঘোষণা করেন।

আহত অপর ২ মোটরসাইকেল আরোহী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।