নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় নিপাহ ভাইরাসে এক সপ্তাহে ৩ জনের মৃত্যু ও নতুন করে আরও এক শিশু আক্রান্তের ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) থেকে অনিদ্দিষ্টকালের জন্য জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।
সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সপ্তাহ খানেক হলো হঠাৎ করেই মান্দা উপজেলার ভালাইন, বালুবাজার ও চকমনসব এলাকায় নিপাহ ভাইরাস দেখা দেয়। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এইরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্দার ভালাইন গ্রামের আপেল ও কাউসার নামে দুই শিশু এবং পাশের বালুবাজার গ্রামের হাফিজুল ইসলাম নামে এক যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।
সোমবার ওইসব গ্রাম পরিদর্শন করে সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন। ওইদিন তিনি এসব গ্রামের মৃতদের সংস্পর্শে আসা আরো ৩৯ জনকে চিহ্নিত করে পর্যবেক্ষণে রাখেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনি নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদ নজরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার আক্রান্ত এলাকা পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. সাদিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল দল।
তারা নিপাহ ভাইরাসে মৃতদের সংস্পর্শে আসা ভালাইন ও বালুবাজার গ্রামের ৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। সেগুলো পরীক্ষার জন্য তারা ল্যাবরেটরিতে নিয়ে যান।
এদিকে বৃহস্পতিবার বিকেলে একই উপজেলার চকমনসব গ্রামে সবুজ হোসেন নামে নতুন করে আরো এক শিশু আক্রান্ত হলে জরুরি ভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর আরও তৎপর হয়ে ওঠে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জেলায় নিপাহ ভাইরাসের আতংক এবং নতুন করে কেউ যাতে আক্রান্ত না হয় সেজন্য মাঠ পর্যায়ে ব্যাপক কাজ শুরু করে তারা।
এ কাজ জোরদার করতে জেলা স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে মাঠ পর্যায়ে অবস্থান নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫