ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মনোহরগঞ্জে ত্রিমুখি সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মনোহরগঞ্জে ত্রিমুখি  সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে প্রথমে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীর সংঘর্ষ বাধে। পরে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে জানান, একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।