ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় এক লাখ জাল টাকাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সাতক্ষীরায় এক লাখ জাল টাকাসহ আটক ২

সাতক্ষীরা: সাতক্ষীরায় এক লাখ জাল টাকাসহ ফরিদ হোসেন (৫৫) ও আবুল কালাম (৪০) নামে দু’ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৬)।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।



ফরিদ হোসেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রাম ও আবুল কালাম সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামের বাসিন্দা।
 
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেলফোনের মাধ্যমে ক্রেতা সেজে ৫০ হাজার টাকার বিনিময়ে এক লাখ জাল টাকা কেনার চুক্তিতে র‌্যাব সদস্যরা হাসপাতাল এলাকায় অবস্থান নেয়।

চুক্তি মোতাবেক জাল টাকা ব্যবসায়ীরা টাকা বের করা মাত্রই র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

আটকরা জানিয়েছেন- দীর্ঘদিন ধরে তারা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। বাইরে থেকে জাল টাকা এনে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ ও বিক্রি করে তারা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।