লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক্টর ট্রলির চাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে রায়পুর-ফরিদগঞ্জ সড়কের গাছির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ট্রাক্টর ট্রলিটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক মারা যায়। এ সময় ওই মোটরসাইকেল থাকা অপর দুই আরোহী আহত হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায়। তবে ট্রাক্টর ট্রলিটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫