বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শহর থেকে ১ শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও আটক করা হয়।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের মহিলা ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নাটোর জেলার সিংড়া শহরের চক-গোপালপাড়া গ্রামের মোজাম্মেল হক কাজলের ছেলে রিফাত মাহমুদ পিয়াস (২৬) ও একই উপজেলার কাটাপুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শিমুল মৃধা (২৫)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বাংলানিউজকে জানান, নন্দীগ্রাম শহরের দামগাড়া গ্রামের সাইফুল ইসলামের কাছ থেকে ১ শ’ ৫০ পিস ইয়াবা কিনে মোটরসাইকেলযোগে সিংড়ার উদ্দেশে রওনা হন রিফাত মাহমুদ পিয়াস ও শিমুল মৃধা। গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর রহমান আরও জানান, মাদক সম্রাট হিসেবে চিহ্নিত ইয়াবা বিক্রেতা সাইফুল ইসলামকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫