ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গণজাগরণ মঞ্চের মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বগুড়ায় গণজাগরণ মঞ্চের মিছিল ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা  গণজাগরণ মঞ্চ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথা চত্বর থেকে মিছিল বের হয়।



মিছিল শেষে সাতমাথায় বগুড়া গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলালের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, এবিএম জিয়াউল হক বাবলা, ডা. মোখলেসুর রহমান, মুক্তিযোদ্ধা দুদু মিয়া, দিলরুবা নূরী, সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, যে প্রত্যাশা ও দাবি নিয়ে দেশব্যাপী গণজাগরণের সৃষ্টি হয়েছিলো, সেটা এখনও বাস্তবায়ন হয়নি। যে কারণে জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। দেশব্যাপী পেট্রোলবোমা ছুড়ে ও অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে। অবিলম্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নাশকতা মোকাবেলা করতে হবে।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।