ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকে পেট্টোলবোমা

লাফিয়ে পড়েও বাঁচতে পারলো না পিন্টু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
লাফিয়ে পড়েও বাঁচতে পারলো না পিন্টু ছবি: ফাইল ফটো

রাজশাহী: পুঠিয়ায় অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমার আগুন থেকে থেকে বাঁচতে ট্রাক থেকে লাফিয়ে পড়েও রক্ষা পেলেন না হেলপার (ট্রাক চালকের সহকারী) পিন্টু। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মরতে হলো তাকে (৩০)।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার পিন্টুর বাড়ি চারঘাট উপজেলার টাঙন গ্রামে।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান জানান, রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকায় বালু নামিয়ে ট্রাকটি চারঘাট উপজেলার উদ্দেশে যাচ্ছিলো।

ট্রাকটি বেলপুকুর ঢালানের কাছে পৌঁছালে অবরোধকারীরা একটি পেট্রোলবোমা ছুড়ে মারে। পেট্রোলবোমাটি ট্রাকের পাশে লেগে দাও দাও করে জ্বলে ওঠে।

এসময় চালকের সহকারী পিন্টু পেট্রোলবোমার আগুন থেকে বাঁচতে ট্রাক থেকে লাফিয়ে পড়লে পেছনের চাকার নিচে পিষ্ট হন তিনি। এতে তার মাথা পুরোটাই থেঁতলে যায়।

কিছুদূর সামনে গিয়ে বানেশ্বর বিসমিল্লাহ পেট্রোল পাম্পের কাছে গিয়ে চালক মিঠু (৪০) ট্রাকটি থামান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

সেখানে গিয়ে স্থানীয়রা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতে ঘটনার পর ওই এলাকায় অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক।

নিহত পিন্টুর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

** পুঠিয়ায় ট্রাকে পেট্রোলবোমা, হেলপার নিহত

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।