গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সাতশ ৩০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার চাপড়িগঞ্জ ব্রিজ এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংপুর থেকে বগুড়াগামী ( ঢাকা-মেট্রো-ড-১১-৪৭৮৪) ট্রাকটিকে মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় সিগন্যাল দেওয়া হয়।
এসময় ট্রাকটি সিগন্যাল অমান্য করলে ট্রাকটিকে ধাওয়া করা হয়। পথে চাপড়িগঞ্জ ব্রিজ পার হয়ে স্পিডব্রেকারে ট্রাক থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিনের ওপরে ত্রিপলে মোড়ানো অবস্থায় সাতশ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫