বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
আটকদের বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজে বাংলাদেশ নৌবাহিনীর ঘাটিতে আনা হয়েছে।
নৌবাহিনীর বরাত দিয়ে মংলা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ নৌবাহিনীর মংলা নৌ-ঘাঁটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বাংলানিউজকে বলেন, বুধবার বিকেলে নৌবাহিনীর জাহান বানৌযা শহিদ মহিদুল্লাহ মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেরারওয়ে বয়া এলাকার অদূরে টহল দিচ্ছিল। এসময় তারা ‘এফবি মালিকের দান’, ‘এফবি প্রসনজিত, এবং ‘এফবি সনাতন’ নামে ৩টি ভারতীয় ট্রলাককে মাছ ধরতে দেখে।
পরে অবৈধভাবে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে নৌবাহিনীর সদস্যরা ওই ৩টি ট্রলারসহ ৩৪ জেলেকে আটককরে। আটকদের কাছ থেকে প্রচুর সামুদ্রিক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় নৌবাহিনীর দিগরাজ ঘাটিতে আনার পর মংলা উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে নিলামের মাধ্যমে ওই মাছ বিক্রি করা হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে স্টার ফিস নামে একটি প্রতিষ্ঠান দুই লাখ ৬ হাজার টাকায় ওই মাছ কিনে নেয়।
আটক ৩৪ জেলের বাড়ি ভারতের দক্ষিণচব্বি পরগনার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গছে।
মামলা দায়ের করে রাতেই আটক জেলেদের মংলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এসআই মঞ্জুর এলাহি।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫