ঢাকা: দৈনিক আমার দেশ-এর সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক বাছির জামালের পিতা আবদুস সাত্তার ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে ..... রাজেউন)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি’ ২০১৫) ভোর সাড়ে ৬টায় সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে মওলানা আব্দুল কাদের সালেহ ও ওবায়দুল কবির নকীব লন্ডনে থাকেন।
মরহুম আবদুস সাত্তারকে নিজ গ্রাম হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া বেঙ্গাডোবায় বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫